ঢাকাSaturday , 1 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক মাতৃভাষা ও কুয়েতের ৬৪তম জাতীয় দিবস এবং ৩৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে সেলাই মেশিন বিতরণ ” 

admin
March 1, 2025 5:11 pm
Link Copied!

মোঃ হাবিব স্টাফ রিপোর্টার ভোলা

আন্তর্জাতিক মাতৃভাষা ও কুয়েতের ৬৪তম জাতীয় দিবস এবং ৩৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে আর-রাহমাহ্ গ্লোবাল এর তত্ত্বাবধানে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন জনাব মোহাম্মদ শরীফুল হক, পুলিশ সুপার, ভোলা।

বক্তব্যের শুরুতে পুলিশ সুপার মহোদয় আনাস বিন মালেক রা. ইসলামিক কমপ্লেক্স, ভোলার উদ্যাগে আয়োজিত চমৎকার একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উক্ত সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি আয়োজক বৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আয়োজনে যারা দীর্ঘ ০৪ মাস প্রশিক্ষণ গ্রহণ করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।

 এছাড়াও পুলিশ সুপার মহোদয় বলেন, “আনাস বিন মালেক রা. ইসলামিক ফাউণ্ডেশন ইসলাম শিক্ষা দেওয়ার পাশাপাশি একটা আয়ের উৎস তৈরি করার জন্য প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার একটি চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে। আনাস বিন মালেক রা. ফাউন্ডেশন যে কার্যক্রম পরিচালনা করছে এতে করে আমাদের নারীরা নিজেদের আরো শক্তিশালী মনে করবে এবং আয়ের উৎস খুজে পাবে।”

পুলিশ সুপার মহোদয় এই প্রশিক্ষণের পাশাপাশি ক্ষুদ্র কুটির শিল্প ও হস্তশিল্পের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমাদের বোনেরা যদি পরিবারের আয়ের উৎসের একটা অংশ হতে পারে তাহলে প্রতিটা পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা আসবে যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করে গড়ে তুলবে।” 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব মিয়া মোহাম্মদ ইউনুস, সভাপতি বাংলাদেশ মানবাধিকার সংস্থা ভোলা জেলা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, ভোলা সদর, জনাব এম. মাকসুদুর রহমান, উপ পরিচালক ইসলামিক ফাউন্ডেশন, ভোলা, জনাব মোঃ দেলোয়ার হোসাইন, সমাজ কল্যাণ অফিসার, ভোলা সদর ও জনাব আলহাজ্ব জাকির হোসেন মহিন, চেয়ারম্যান গ্রামীণ জনউন্নয়ন সংস্থা। আরো উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক(তদন্ত), ভোলা সদর মডেল থানা, সমাজের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রশিক্ষার্থী ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।