এইচ এম এরশাদ ভোলা
মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভোলা জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১মে)সকাল ১১ টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল আলম মানিক এর সভাপতিত্বে
সাধারণ সম্পাদক,মোঃ তানভীর হোসেন তালুকদার সঞ্চালনায়,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সহসঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির সোপান।
এদিকে মহান মে দিবস উপলক্ষে এর আগে একটি মিছিল বের করা হয়। ভোলা জেলা বিএনপির আহ্বায়ক নেতৃত্বে মিছিলটি ভোলা
জেলা বিএনপির কার্যালয় সামনে থেকে শুরু করে বাংলা স্কুল মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে
শেষ হয়।