বনি আমিন ,ভোলা
ভোলা সদর পূর্ব ইলিশা পাকার মাথা ৫নং ওয়ার্ডে ফরিয়াদি বাড়ির (০১ থেকে ০২ কিলো) রাস্তা দিয়ে প্রায় ১০ হাজার মানুষের যাতায়াত।
অথচ মাটির রাস্তা হওয়ার কারণে দুর্ভাগ্যে পরতে হচ্ছে ওই রাস্তা দিয়ে চলাচল কারি সহ মাদ্রাসার ছাত্র ছাএীরা।
সরজমিনে দেখা যায়, বর্ষা আসতে না আসতেই হালকা বৃষ্টি হওয়ার কারণে, রাস্তার মাটি কাঁদায় ভরে যাচ্ছে এবং রাস্তার গর্তগুলো পানিতে ভরে যায়।
পাকার মাথার বিশিষ্ট সেনেটারী ব্যবসায়ী হাসান বলেন, রাস্তাটি যদি অতিদ্রুত ইটের সলিং এর ব্যবস্থা না করা হয়,তাহলে দুর্ভোগের শেষ থাকবে না কয়েক হাজার মানুষ সহ ছাত্রছাত্রীর, তাই অতি দ্রুত রাস্তাটি মেরামত করা খুবই প্রয়োজন।
এলাকাবাসীর দাবি হচ্ছে, ১ থেকে ২ কিলোমিটারের ফরিয়াদি বাড়ির এই রাস্তাটি যদি ইটের সলিং এর ব্যবস্থা করে দেওয়া হয়।দুর্ভোগ থেকে রেহাই পাবে ওই গ্রামের দশ হাজার মানুষ,সহ চলাচল কারিরা।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025