মো. মিরাজ হোসাইন,ভোলাঃ
ভোলার দৌলতখান উপজেলায় পৃথক পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ঝড়ে প্রাণ গেল ২টি তাজা প্রাণ। গতকাল দুপুর দেড়টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল তাহিয়া নামে সাড়ে তিন বছরের এক শিশুর। গত মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে চরখলীফা গ্রামের হেলিপ্যাড রোডের লন্ডন হাজী বাড়ির দরজায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শিশুর পরিবারসূত্রে জানা গেছে, গতকাল দুপুর দেড়টায় দিকে বাবাসহ গোসল করে বাড়ির সামনে রাস্তার পাশে দাড়িয়েছিল শিশুটি। বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দিয়ে অটোরিকশার নিচে ফেলে দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার রাত ৪টার দিকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু তাহিয়ার মৃত্যু হয়। নিহত ওই তাহিয়া চরখলিফা ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মেহেদী হাসান ইকরামের মেয়ে।
অন্যদিকে ভোলার উপ-শহর খ্যাত বাংলাবাজার জয়নগর টেকনিক্যাল কলেজের সামনে ভোলা- চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মাওলানা আবদুস সাত্তার নামে এক মাদ্রাসা সুপার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তার পরিবার ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করানো হয়। ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওই মাদ্রাসা সুপার উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মধ্যজয়নগর দাখিল মাদ্রাসার সুপার ছিলেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025