এইচ এম এরশাদ ভোলা
জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে ভোলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ৩টার দিকে ভোলা শহরের হাটখোলা মসজিদ চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ভোলা শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এর আগে জেলা জামায়াতের আমির মাষ্টার জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাবেশ।
বক্তব্য দেন, ভোলা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, সেক্রেটারি হারুন অর রশীদ, সদর উপজেলা আমির কামাল হোসেন প্রমুখ।
এ ছাড়া জামায়াতে ইসলামীর নেতা মাষ্টার নুরুল ইসলাম, মাওলানা আবদুল গাফফার, মাওলানা আবদুল বারি, আবু জাহান কবির, মাষ্টার বেলায়েত হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াত নেতারা বলেন, ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি লুৎফুর রহমান বাবর মুক্তি পেয়েছেন। তারেক রহমানও মুক্তি পেয়েছেন। এতে সবাই খুশি ও আনন্দিত। তবে এখনও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি না পাওয়া দুঃখজনক। বর্তমান সরকারের ৬ মাস অতিবাহিত হলেও মজলুম এ জননেতার মুক্তি মেলেনি।
জামায়াত নেতারা বলেন, ’আগামী ২০ ফেব্রুয়ারি মামলার শুনানীর দিনে আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। তাছাড়া দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আর যারা এই মিথ্যা মামলায় স্বাক্ষী দিয়েছে, যে বিচারকরা রায় দিয়েছিলেন তাদেরও বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে স্বৈরাচারী সরকারের বাতিল করা জামায়াত-শিবিরের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানান নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025