ঢাকাWednesday , 9 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজা ও রাফায় চলমান ইতিহাসের নৃশংসতম ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মনপুরায় ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

admin
April 9, 2025 9:39 am
Link Copied!

 

মনপুরা (ভোলা) প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলের চলমান ইতিহাসের নৃশংসতম গণহত্যার প্রতিবাদে মনপুরায় ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানিয়েছেন।

৯ এপ্রিল বুধবার সকাল সাড়ে দশটায় এ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।

গতকাল মঙ্গলবার রাতে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরায় ২নং হাজিরহাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মেহেদী রুবেল ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুজন মাহবুব ও সদস্য সচিব মোঃ স্বপন মিয়ার স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। পরে বুধবার সকালে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে হাতে জাতীয় পতাকা ও মাথায় কালো পতাকা বেঁধে অবস্থান করেন। সেসময় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে হাজিরহাট বাজারের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি উপজেলার অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয় ।

এ সময়ে অন্যান্যদের মধ্যে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাজিবুর রহমান পরশ, আহবায়ক সদস্য মোঃ আফসার উদ্দিন বাপ্পী , মনপুরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আপ্পান হাওলাদার, ১নং মনপুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল মতিন হাওলাদার উপজেলা ছাত্রদল নেতা সুজন মাহবুব, আসিফ আবহনী, ইভান সাগর,আজমিরসহ সহ বিভিন্ন ইউনিট থেকে আগত ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা।