মোঃ বাবুল রানা, ভোলা:
জনসেবা যুব সংগঠন বাংলাদেশ এর উদ্যোগে
শাতেমে রাসুল এবং ধর্ষণ খুন গুম চাঁদাবাজি টেন্ডারবাজি ডাকাতি এর প্রতিরক্ষার প্রতিবাদে দৌলতখান মানবন্ধন অনুষ্ঠিত হয়
আজ সকাল ১০ ঘটিকায় দৌলতখান বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়
উক্ত মানববন্ধনে জনসেবা যুব সংগঠনের সভাপতি আলী আজগর জিহাদের সভাপতিত্বে ও জনসেবা ব্লাড ডোনেশন এর সাধারণ সম্পাদক নোমান হোসাইন এর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়
উত্ত মানববন্ধনে কুরআন তেলাওয়াত করেন হাফেজ সাদ হুসাইন ও ইসলামী সংগীত পরিবেশন করেন সহ সভাপতি আশরাফ বিন আনসার
এতে বক্তব্য প্রদান করেন হাফেজ শোয়াইব হাসান সোহাগ, যোবায়েরুল হক রবিউল ইসলাম, ইমরান হোসাইন,শরিফুল ইসলাম,এইচ এম আফনান সহ বিভিন্ন সংগঠেন প্রমুখ দায়িত্বশীল বৃন্দ এবং তারা শাতেমে রাসুল এবং ধর্ষণ খুন গুম চাঁদাবাজি টেন্ডারবাজি ডাকাতির কঠোর শাস্তি দাবি জানিয়ে বক্তব্য দিয়ে থাকেন
এবং উক্ত মানববন্ধনে সভাপতি আলি আজগর তার বক্তব্য বলেন শান্তিপূর্ণ কর্মসূচি যদি তারা মানতে ব্যর্থ হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং তিনি উক্ত মানববন্ধনে স্মারকলিপি পাঠ করেন
প্রধান অতিথি ইকবাল হোসেন তার বক্তব্য বলেন বাংলাদেশের মানুষ শান্তি পূর্ণ ও ইসলাম প্রেমিক এবং ধর্মীয় দিক থেকে কঠোর তাই এরকম শাতেমে রাসুল কে যদি বাংলাদেশের কাট গড়ায় তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে বাংলাদেশের আফম জনতা প্রত্যেক থানা ভিত্তিক বিক্ষোভ মিছিল, দৃর্বার আন্দোলন করতে বাধ্য হবে এবং তিনি ধর্শন খুন-গুন চাঁদাবাজদের কে কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন,
সর্বশেষ তিনি মুনাজাতের মাধ্যমে মানববন্ধন শেষ করেন
এবং তারপর পরেই সভাপতির মাধ্যমে একটি প্রতিনিধি টিম উপজেলা ইউনি বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025