মোঃ বাবুল রানা : স্টাফ রিপোর্টার
ভোলা সদর উপজেলার দক্ষিন দিঘলদী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতের তিন দফা দাওয়াত গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৯ মে ) বিকেলে ৪ টায় দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বটতলা বাজারে এই গণ সমাবেশ অনুষ্ঠিত
এই সময় বক্তব্য রা বলেন,জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে কুরআনের বিধান অনুযায়ী দেশ চলবে ইনশাআল্লাহ। কুরআনের বিধান না থাকায় আজ দেশে শান্তি নেই, অরাজকতা চলছে বলে মন্তব্য করেছেন।
প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, এ দেশে দিনের ভোট রাতে হয়েছে, কেন্দ্র থেকে ভোট বাক্স বিমানে তুলে নিয়ে গেছে এ কুরআনের আইনে দেশ চললে আওয়ামীলীগ এ সুযোগ পেতো না। এ সময় তিনি ঘরে ঘরে জামাতে ইসলামীর দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আমির অধ্যক্ষ ফজলুল হক মহাসিন সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি শাহাদাত হোসেন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা নায়েবে আমির মাওলানা আবদুল বারি, যুব বিভাগের উপজেলা সভাপতি ইয়াসীর আরাফাত প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিগন