নিজস্ব প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় ৪৪ পুরিয়া হিরোইনসহ মাদক কারবারী আসরাফুল ইসলামকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার দিবাগত রাতে উপজেলার পূর্ব মাধনগর কলেজপাড়া থেকে মাদকসহ তাকে আটক করা হয়। আটক মাদক কারবারী আসরাফুল ইসলাম (৩০) উপজেলার পূর্ব মাধনগর কলেজপাড়ার গ্রামের জেহের আলীর ছেলে।
নলডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদে উপজেলার পূর্ব মাধনগর কলেজপাড়ার মাদক কারবারী আসরাফুলের বাড়িতে অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী ও নলডাঙ্গা থানা পুলিশ। এ সময় তার বাড়িতে তল্লাশী করে ৪৪ পুরিয়া হিরোইন উদ্ধার করে জব্দ করে। পরে মাদক কারবারী আসরাফুলকে আটক করে।
মঙ্গলবার (৭ জানুয়ারী) সকালে আসরাফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন পুলিশ। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান এ বিষয় নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025