ী👁️🗨️ আজকের নলডাঙ্গা প্রতিবেদনঃ
২৫ ডিসেম্বর (বুধবার) খ্রিস্টান সসম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এ উৎসবকে কেন্দ্র করে নাটোরের বড়াইগ্রাম উপজেলাসহ জেলার সদর, সিংড়া,বাগাতিপাড়া ও লালপুর উপজেলার খ্রিস্টান ধর্মপল্লীতে বড়দিন পালনের প্রস্তুতি চলছে। সোমবার জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ধর্মপল্লীতে গিয়ে দেখা গেছে তরুণ তরুণীরা গীর্জা ঘর ও প্রাঙ্গণে আল্পনা আঁকছে।সাজানো হচ্ছে বর্ণিল কাগজ ও রঙিন আলোকসজ্জা দিয়ে।একইভাবে খ্রিস্টান ধর্মপল্লীর বাড়ি-ঘরও সাজিয়ে তুলছে বর্ণিল সাজে। বড়দিনকে সামনে রেখে সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি চলছে বাড়ি বাড়ি কীর্তন আনন্দ। এই উপজেলাতে রয়েছে ৬টি ধর্মপল্লী। জেলার সবচেয়ে বড় খ্রিস্টান ধর্মপল্লী বনপাড়া লুর্দের রানী মা মারীয়া চার্চের পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা জানান, যীশু খ্রিস্টের জন্মোৎসব এই বড়দিনকে সামনে রেখে নেওয়া হয়েছে নানা আয়োজন। এর মধ্যে কেক কাটা,বিশেষ খ্রিস্টযাগ,কীর্তন আনন্দ,পিঠাপুলি তৈরি ও সহভাগিতা,বৈঠক আয়জনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025