মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জলদস্যুদের হাতে আর যাতে কোনো জেলে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কঠের ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ভোলার মনপুরা উপজেলার কলাতলিতে জেলে নিবন্ধন হালনাগাত সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মৎস্য উপদেষ্টা আরেও বলেন, প্রকৃত জেলেদের তথ্য নিয়ে স্বচ্ছভাবে জেলে নিবন্ধন করা হবে। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব কাজে আসবে না। এছাড়াও আমরা এখন চেষ্টা করছি নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের নামে বরাদ্দকৃত ২৫ কেজি চালের পরিবর্তে ৪০ কেজি করা ও ৪০ কেজির পরিবর্তে ৫০ কেজি করা। চালের সঙ্গে ডাল ও তেল দেওয়ার দাবি জেলেদের ন্যায়সঙ্গত দাবি। আমরা সেই দাবি পূরণের চেষ্টা করবো।
অন্যদিকে সাংবাদিকদের নৌ-পরিবহন ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, জলদস্যুদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা ও দ্রুত গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এসময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের অতিরিক্ত সচিব সুরাইয়ার আখতার জাহান, বরিশালে মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025