বনি আমিন(ভোলা)
ভোলায় এই প্রথম ক্ষুদ্র মৎস্য সমিতির সেক্রেটারি মামুনের প্রচেষ্টায় জেলা প্রশাসক এর উদ্যোগে বেদে সম্প্রদায় মধ্যে চাউল বিতরণ করা হয়।
সরকারের পক্ষ থেকে জেলেদেরকে সাহায্য সহযোগিতা করলেও, এই সাহায্য সহযোগিতা থেকে দুরে রয়েছেন বেদে সম্প্রদায়।
দুই মাসের অভিযানে জেলে কার্ডের মাধ্যমে জেলেদের মধ্যে চাল বিতরণ করলেও এই কার্ডের অন্তর্ভুক্ত নেই বেদে সম্প্রদায়।
বেদে সম্প্রদায় কথা চিন্তা করে, ক্ষুদ্র মৎস্য সমিতির সেক্রেটারির মামুন, জেলা প্রশাসক এর পক্ষ থেকে ১৩০ জন বেদে সম্প্রদায়কে চাউল দেওয়ার উদ্যোগ নেন।
শনিবার সকালে মামুনের নের্তৃত্ব ভোলার বিভিন্ন এলাকায় ১৩০ জন বেদে সম্প্রদায় মধ্যে এই চাউল বিতরণ করা হয়।
বেদে সম্প্রদায় সরদার বলেন, কোন বছরেই আমাদের সরকারের পক্ষ থেকে কোন ধরনের সাহায্য সহযোগিতা করেনি,মামুন সাহেবর চেষ্টায় এই প্রথমবার চাউল পেয়ে আমরা খুবই আনন্দিত।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025