মোঃ সাব্বির হোসেন
মনপুরা উপজেলা প্রতিনিধি।
ভোলার মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে অনিয়ম দূর্নীতি ও পাউবোর স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।
আজ রোববার দুপুরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নূর উদ্দিন মার্কেট এলাকার মেঘনা নদী পাড়ে শত শত মানুষ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় সোহাগ বদ্দার জানান, মনপুরায় চলমান নতুন বাঁধ নির্মাণ কাজে পাউবো দীর্ঘদিন ধরে অনিয়ম করে আসছে, নিম্নমানের নির্মাণসামগ্রীর ব্যবহার, জোরপূর্বক সাধারণ মানুষের জমিতে বাঁধ নির্মাণ ও কোন প্রকার ক্ষতিপূরণ না দেয়াসহ নানা ধরণের স্বেছাচারিতা করে আসছে। এর প্রতিবাদে মনপুরাবাসী একাধিকবার মানববন্ধন করেছে কিন্তু কোন ফল পায়নি।বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল লিখিতভাবে নিম্নমানের কাজের প্রতিবাদ করেছে। একপর্যায়ে সাবেক ছাত্রদলনেতা রাশেদ পাউবোর কাজের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে ঠিকাদরের শ্রমিকের হামলায় গত ১৯ মার্চ নিহত হন। কিন্তু রাশেদ হত্যা মামলায়ও দৃশ্মমান কোন অগ্রগতি হয়নি। বরং রাশেদের পরিবারকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শণ ও হয়রানী করে আসছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত রাশেদ হত্যার বিচার এবং বাঁধ নির্মাণে অনিয়ম বন্ধের দাবী জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025