স্টাফ রিপোর্টার মোঃ হাবিব ভোলা
: অপারেশন ”ডেভিল হান্ট”- ভোলায় রাতভর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগের ৪ নেতাকর্মীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২ টা হতে ভোর ৫ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে ভোলায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিচালনাকালে পশ্চিম ইলিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, মাইনুল হাওলাদার (৪০), মোঃ ফয়েজ হাওলাদার (৫০), মোঃ ফরিদ তহশিলদার (৪৬) কে আটক করা হয়। জানা যায় অভিযানে আটককৃত ব্যক্তিরা সকলেই আওয়ামী লীগ এর নেতাকর্মী। তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণে জন্য ভোলা থানায় হস্তান্তর করা হয়।