এইচ এম এরশাদ ভোলা জেলা প্রতিনিধি
ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে অসহায় হতদরিদ্র ৭০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আবাবিল সেবা সংগঠন। সোমবার (১৭ মার্চ) সকালে আবাবিল সেবা সংগঠনের পরিচালক মোঃ শিব্বির হোসাইন এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন।
আবাবিল সেবা সংগঠনের পরিচালক বলেন, আমাদের আর্থিক সংকটের কারণে বেশি মানুষকে সাহায্য করতে পারিনি। তবে আপনাদের দোয়া ও আর্থিক সহযোগিতা পেলে ভবিষ্যতে আরো বেশি মানুষেকে সাহায্য করবো ইনশাআল্লাহ।
ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাবিল সেবা সংগঠনের সহ-সভাপতি মোঃ আব্বাস হাওলাদার, সিনিয়র সদস্য মোঃ শফিকুল ইসলাম রিপন, সংগঠনের চিকিৎসক ডাঃ মীর মোঃ নুরনবী সবুজ। স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন মোঃ শুভ, মোঃ আশিক হাওলাদার, মোঃ সাব্বির।
ইফতার নিতে আসা এক অসহায় মা বলেন, বাবা আমরা মন ভরে দোয়া করি, আমাদের মতো গরীবের মুখে হাসি ফুটানোর জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে এতো সুন্দর আয়োজন করেছেন মহান আল্লাহ যেন তাদের পরিবারের মুখে সব সময় হাঁসি রাখেন। এছাড়া দোয়া করি ভবিষ্যতে যেন আরো বেশি অসহায়, গরিব মানুষকে সাহায্য করতে পারেন।
এক বিধবা বোন বলেন, ভাই আমার স্বামী নেই, আমি বড় অসহায়। এই ইফতার সামগ্রী পেয়ে আমি অনেক খুশি। আবাবিল সেবা সংগঠন এবং যারা আর্থিক সহযোগিতা করেছেন সকলের জন্য দোয়া রইলো। আল্লাহ যেন আপনাগো ভালো রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025