বনি আমিন, ভোলা
পরিবারের মায়া ত্যাগ করে নিজের জীবন বাজি রেখে দেশকে মাদকমুক্ত করেতে অটল কাজ করে যাচ্ছেন বাংলাদেশ কোস্ট গার্ড।
তারই ভিওিতে বুধবার ভোর রাতে কোস্ট গার্ড জোন এবং র্যাব এর সমন্বয় পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকত ঝাউবন এলাকায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে, সন্দেহজনক কয়েকটি বস্তা তল্লাশি করে (তিন লক্ষ) পিস ইয়াবা জব্দ করা হয়।
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য কলাপাড়া থানায় মামলা করে, নমুনা স্বরুপ ২০ পিস জমা দেওয়া হয়।
পরবর্তীতে চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পটুয়াখালী জব্দকৃত ইয়াবা ধ্বংসের নির্দেশ প্রদান করলে,
১৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী পরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোলা এর উপস্থিতে জব্দকৃত ইয়াবা ধ্বংস করা হয়। উক্ত ইয়াবা ধ্বংসের সময় র্যাব সদস্যবৃন্দু অংশগ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025