ভোলা জেলা প্রতিনিধি:
ভোলা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অপরিকল্পিত ভবন নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠে ‘ভোলা খেলার মাঠ রক্ষা স্বার্থ কমিটি’ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। যেখানে স্কুলের সাবেক শিক্ষার্থী, খেলোয়াড় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল কম্পাউন্ডে যথেষ্ট জায়গা থাকার পরও খেলার মাঠে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা মাঠটির অবস্থান সংকীর্ণ করবে। তারা জানান, এই মাঠটি শিক্ষার্থীদের জন্য শারীরিক চর্চা, খেলাধুলা এবং অন্যান্য সামাজিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই মাঠে ভবন নির্মাণ করা হয়, তবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যারা নিয়মিত এই মাঠে খেলাধুলা ও শারীরিক প্রশিক্ষণ নেয়, তাদের জন্য সুস্থ থাকার সুযোগ বাধাগ্রস্ত হবে।
বক্তারা আরও জানান, যদি খেলার মাঠের ওপর ভবন নির্মাণ না থামে, তবে কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।
এ সময় বক্তারা দাবি করেন, মাস্টারপ্ল্যান ছাড়া কোনো নির্মাণকাজ যেন না করা হয়। সাবেক খেলোয়াড়রা বলেন, ভোলায় খুব কম খেলার মাঠ রয়েছে এবং এই মাঠে এসে সবাই খেলাধুলা করে। এখানে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, সভা ও সেমিনারও অনুষ্ঠিত হয়। যদি এই মাঠটি চলে যায়, তা হলে আমাদের খেলাধুলার জন্য কোনো জায়গা থাকবে না।
এ ছাড়া তারা আরও দাবি জানান, এই মাঠটি যেন সরকার কেড়ে না নেয়। কারণ প্রায় ৫০ হাজার মানুষ এই মাঠটি ব্যবহার করে থাকে এবং এটি তাদের শারীরিক ও ধর্মীয় কর্মকাণ্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী কামাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ক্রিকেট কোচ নজরুল হুদা গোফরান এবং অন্যান্য স্থানীয় নেতা।