এইচ এম এরশাদ ভোলা
গণঅভ্যুত্থানে আহত-নিহতদের ক্ষতিপূরণ, গণহত্যার বিচারসহ সামগ্রিক প্রেক্ষাপটে ৫ দফা দাবীতে ভোলায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে গণঅধিকার পরিষদ ভোলা জেলা শাখা। বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকালে ভোলা প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সহ-সভাপতি ফখরুল ইসলাম, ভোলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান তৈয়ব, যুগ্ম আহ্বায়ক অন্তর হাওলাদার, সদর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ইসমাইল মাতাব্বর, চরফ্যাশন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সফিউল্লাহ সফি, দৌলতখান যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ভোলা পৌর ছাত্র অধিকার পরিষদের সদস্য মোঃ তানজিল শরীফ, মোঃ মাহি, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শরিফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক আরিয়ান আরমান প্রমূখ। সমাবেশ শেষে একটি গণমিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভোলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়