এইচ এম এরশাদ ভোলা জেলা
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধের দাবিতে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলার উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল ১১ টায় ভোলা সদরের কালিনাথ রায়ের বাজার হাট খোলা মসজিদ চত্বরে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে।ভোলা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহাম্মদ উল্লাহ আনছারীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। এ সময় তিনি বলেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান অমানবিক নির্বিচারে হত্যা, বোমাবর্ষণ,অমানবিক হামলা এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়ে ইসরায়েলের সকল পণ্য বর্জনের ঘোষণা দেন।গত পাঁচ দশকের বেশি সময় ধরে ইসরাইলি দখলদার বাহিনী ফিলিস্তিনিদের উপর যে বর্বর নির্যাতন চালিয়ে যাচ্ছে ইসরাইলী সন্ত্রাসীরা তা মানব সভ্যতার সব সীমা ছাড়িয়ে গেছে। এখনই সময় মুসলিম বিশ্বকে একযোগে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর। সারাবিশ্ব আজ দেখেছে ইসরাইলরা একটি অভিশপ্ত জাতি।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভোলা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সিনিয়র সহ সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ মোশাররফ হোসেন, ভোলা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সহ সভাপতি ও দিদারুল্লাহ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুছ ছামাদ,জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সহ সভাপতি ও মৌলভীর হাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম, ভোলা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাংগঠনিক সম্পাদক ও রমাগঞ্জ তোফায়েলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হোসেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ভোলা জেলা সেক্রেটারী ও জামেয়া সিরাজুল উলুম ইব্রাহিমীয়া রতনপুর মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ মিজানুর রহমান, ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার প্রধান মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা ফয়জুল্লাহ, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহ সভাপতি ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার প্রধান ফকিহ আলহাজ্ব মুফতি আহাম্মদ উল্লাহ,বাংলাদেশ কোরান শিক্ষা বোর্ড ভোলা জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আতাউর রহমান মোমতাজী, মুহাদ্দিস মাওলানা মোঃ আমিনুল হক নোমানী, ভোলা জেলা ইমাম সমিতির সভাপতি ও পরানগঞ্জ দাখিল মাদরাসার সুপার আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন, ভোলা জেলা তাফসীর পরিষদের সেক্রেটারী মাওলানা মোঃ তরিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা জেলা সেক্রেটারি ও উত্তর চরভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মিজানুর রহমান মিঠু, ভোলা জেলা ইমাম সমিতির সেক্রেটারি ও হোসাইনিয়া প্রিপারেটরী মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্বাসউদ্দন,দক্ষিণ জামিরালতা ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা আবু জাফর আব্দুল্লাহ, ভোলা সদর উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল লতিফ, সদর উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সেক্রেটারি ও দক্ষিণ কোড়ালিয়া দাখিল মাদরাসা সুপার মাওলানা মোঃ হারুন, চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও চরমাদ্রাজ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নিজাম উদ্দিন হুমায়ুন সরমান, দৌলৎখান উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সেক্রেটারি ও বাইতুল ফালাহ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, ইলিশা ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা মোঃ কামাল উদ্দীন,লালমোহন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সেক্রেটারি ও সাফিয়া খাতুন দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ ছাইফুল্লাহ, তজুমুদ্দিন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সিনিয়র সহ সভাপতি ও গোলাকপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আইয়ুব আলী, মনপুরা উপজেলা বজমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও অধ্যক্ষ মাওলানা মোঃ ফরহাদ হোসেন, রাড়ির হাট নেছারিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ আব্দুল খালেক, ভোলা ইসলামি একাডেমির পরিচালক মাওলানা মোঃ ছাবেদ হোসেন।
বক্তারা বলেন গাজায় নিরীহ শিশু, নারী এবং সাধারন মানুষের ওপর যে নৃশংসতা চালানো হচ্ছে এটি একটি চরম মানবিক ও নৈতিক সংকট। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান অমানবিক নির্বিচারে হত্যা, বোমাবর্ষণ,রাসায়নিক হামলা এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়ে ইসরায়েলের সকল পণ্য বর্জনের ঘোষণা দেন। সভা শেষে বিক্ষোভ মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে নতুন বাজার গিয়ে সমাপ্তি ঘোষণা করেন।
বিক্ষোভ সমাবেশে সকল মাদরাসার শিক্ষক-ছাত্র-অভিভাবক ও সর্বস্তরের তৌহিদি জনতা অংশ গ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025