ঢাকাSunday , 30 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় প্রতিবন্ধীদের মাঝে সবুজ বাংলা ফাউন্ডেশনের ঈদ উপহার শুরু 

admin
March 30, 2025 11:51 am
Link Copied!

এইচ এম এরশাদ ভোলা

‘জাগ্রত মানবতার কল্যাণে সুন্দর সমাজ বিনির্মানে আমরা নিয়োজিত,এই প্রতিপাদ্য নিয়ে আজ ৩০ মার্চ ২০২৫ রবিবার সকালে ভোলায় সবুজ বাংলা স্বাধীন সেবা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে থেকে ভোলার বেশ কয়েকজন প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ উপহার ও মিষ্টান্ন দ্রব্য বিতরণ করা হয়েছে। প্রথমে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড প্রতিবন্ধী বাচ্চুর পরিবারকে ঈদ উপহারের মধ্য দিয়ে উদ্বোধনী কর্মসূচি শুরু হয়।পরবর্তী খাশেরহাটে ১জন,বালিয়া নতুনহাটে ১জনসহ ৫ জন অসহায় প্রতিবন্ধী পরিবারের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সবুজ বাংলা সেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রধান পরিচালক আজিম উদ্দিন ছাইফী বলেন,ঈদ সবার জন্য আনন্দের, কিন্তু সমাজে কিছু অসহায় পরিবারের জন্য তা খুবই কঠিন হয়ে পড়ে।তাই আমাদের ক্ষুদ্র সেবামূলক এই সংগঠন থেকে সামান্য উপহার প্রদান করি। প্রত্যেক এলাকায় এরকম ছোট সামাজিক সেবামূলক সংগঠন থাকা খুব প্রয়োজন, রাজনৈতিক সংগঠনের গুরুত্বপূর্ণ সেবাগুলোর পাশাপাশি এই স্বেচ্ছাসেবী প্লাটফর্মও জরুরি। রক্তদান থেকে সার্বিক বিষয়েও ভুমিকা রাখতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সংগঠনটির সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সদস্য নাজিম উদ্দীন সাকিব বলেন, আমাদের সমাজের বিত্তবান শ্রেণির মানুষ এগিয়ে আসলে আমাদের বন্ধুমহলের এই উদ্যোগ আরো এগিয়ে যাবে, সকলের সহযোগিতা ও পাশে থাকার জন্য অনুরোধ করি।সবুজ বাংলা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের দিকনির্দেশক রায়হান হোসেন রানা বলেন, সবুজ বাংলা এই সংগঠনটির উদ্যোগটি খুবই ভালো, আমরাও তাদের সেবামূলক কার্যক্রমে অংশ নিয়ে তাদেরকে সাদুবাদ জানাই,হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাওয়ার আশা ব্যাক্ত করি।উদ্বোধনী কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সবুজ বাংলা ফাউন্ডেশনের জুনিয়র সদস্য মো:লিমন হোসেন। সর্বশেষ সংগঠনটি সফলতা কামনা করেন সদস্যবৃন্দ।