ঢাকাMonday , 24 February 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় ভুয়া এনএসআই সদস্য আটক

admin
February 24, 2025 2:25 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

ভোলায় এনএসআই পরিচয়দানকারী জয় চন্দ্র দে (২৬) নামের এক ভূয়া এনএসআইকে আটক করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার বাপ্তা ইউনিয়নের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে ভোলা সদর মডেল থানা পুলিশ আটক করা হয়।

আটককৃত ভুয়া এনএসআই জয় চন্দ্র দে উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত হারাধন চন্দ্রের ছেলে।

বিকেল ৫টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার জানান,জয় চন্দ্র দে নামের ওই ব্যাক্তি এনএসআই সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষদেরকে বিভিন্ন সরকারী দপ্তরে চাকুরী, বে-সরকারি প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার মিথ্যা আশ্বাস দিতো। সর্বশেষ ভোলা শহরের বাসিন্দা সেলিম মৃধাকে চাকরী দেওয়ার নাম করে ১লক্ষ ২৫হাজার হাতিয়ে নেয়।

পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোলায় কর্মরত এনএসআই সদস্যসহ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ভুয়া এনএসআইর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।