স্টাফ রিপোর্টার,
অভিযান চলাকালীন মাছ ঘাটে তথ্য সংগ্রহ করতে গেলে News 21 Banglab tv ভোলা প্রতিনিধি সাংবাদিক বনি আমিন মাছ ব্যবসায়ী আলাউদ্দিন ও হেলাল সহ তার সন্ত্রাসী বাহিনী হাতে হামলার শিকার হন।
সরকারের দেওয়া অভিযান না মেনে ইলিশা ঘাটে মাছ ক্রয় -বিক্রি করার ভিডিও ফুটেজ সংগ্রহ করতে গেলে ভোলা ইলিশা মাছ-ঘাটের ব্যবসায়ী_হেলাল সহ বেশ কয়েকজন সন্ত্রাসী,-সাংবাদিক বনি আমিন কে হত্যার হুমকি দেয়।
হত্যার হুমকি দেওয়া' বিষয়টি নিয়েও বনি আমিন তার নিজ ফেসবুকে একটি পোস্ট দেয়।
অবশেষে"নৌ পুলিশ ও মৎস্য ওই ঘাটে অভিযান পরিচলনা করার কারণ, ক্ষিপ্ত হয়ে,-বনি আমিনের উপর মাছ ব্যবসায়ী হেলাল সহ কয়েকজন সন্ত্রাসী এলোপাতাড়ি মারধর ও চুরি দিয়ে পোচ দিয়ে পালিয়ে যায়।
সাংবাদিক বনি আমিনের চিৎকার শুনে লোকজন এসে বনি আমিন কে আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার কথা শুনে,বনি আমিনের পরিবার ও ভোলা টাইমস্ এর প্রধান সম্পাদক মোহাম্মদ আলি জিন্নাহ রাজীব, ও আজকের ভোলার সহ সম্পাদক জিলন, এবং ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন, সহ এশিয়ান টিভির মহিউদ্দিন, চ্যানেল24 এর তপু তালুকদার সহ বেশ কয়েকজন সাংবাদিক ওই রাত ১টার দিকে হাসপাতালে ছুটে যান বনি আমিন কে দেখার জন্য।
এদিকে সাংবাদিক বনি আমিন সন্ত্রাসী হামলায়- সন্ত্রাসীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি লিখতে অভিযোগ দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025