এইচ এম এরশাদ ভোলা
ভোলার গণমানুষের নেতা প্রখ্যাত রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান-এর ১৩তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে।
জেলা বিএনপির আয়োজনে সোমবার (৫ মে ২০২৫) সকাল ১১ টায় মরহুম মোশারেফ হোসেন শাজাহান মিয়ার বাসভবন চত্বরে এক স্মরণসভা ও দোয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান এর সঞ্চালনায় স্মরণ সভায় মরহুম মোশারেফ হোসেন শাজাহান এর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুন অর রশীদ ট্রুম্যান, মিলন, এনামুল হক, পিযুস কান্তি হালদার, ভোলা জেলা ইসলামি আন্দোলনের (উত্তর) সাধারণ সম্পাদক মাওলানা মোঃ তরিকুল ইসলাম, থানা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ, তজুমদ্দিন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাকসুদুর রহমান, পৌর বিএনপির সভাপতি আবদুর রব আকন, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব বাবুল পঞ্চায়েত, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজী আজম, জেলা শ্রমিকদলের সভাপতি শহীদ আলম মানিক, জেলা কৃষক দলের সভাপতি আবদুর রহমান সেন্টু, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমীন হাওলাদার প্রমুখ।স্মরণসভায় বক্তারা বলেন, মোশারেফ হোসেন শাজাহান ছিলেন একজন ত্যাগী, নির্লোভ ও দূরদর্শী রাজনীতিবিদ ভোলার মানুষের একজন প্রকৃত বন্ধু।তিনি শুধু দলের নয়, সাধারণ মানুষের জন্যও নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি সারাজীবন সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন। তাঁরা মরহুমের জীবন ও রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এছাড়াও বক্তারা তাঁর আদর্শ ও কর্মকাণ্ড থেকে শিক্ষা নিয়ে ভোলাকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানস্মরণ সভা শেষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজনও করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আহাম্মদ উল্যাহ।
এ সময় জেলা বিএপির যুগ্ম আহবায়ক ইয়ারুল আলম লিটন, জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লাহ, থানা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম (ভিপি), জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল-আমীন, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম রবিন চৌধুরীসহ ভোলা জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।