ভোলায় দুই কিশোর গ্যাং এর সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ভোলা র্যাব-৮ এর ক্যাম্প কমান্ডার লে: মো: শাহরিয়ার রিফাত অভি (এক্স) বিএন। গ্রেপ্তারকৃতরা হলেন আরমান ও হৃদয়। তারা উভয়ই সদর উপজেলার বাসিন্দা।
জানা গেছে, ভোলা সদর থানাধীন তুলাতলী ইলিশা বাড়ি রেস্টুরেন্ট এবং পার্কটি একটি পর্যটন কেন্দ্র। ভোলাসহ আশপাশ এলাকার বহু পর্যটক উক্ত পার্কটিতে পরিবার এবং বন্ধু-বান্ধব নিয়ে ঘুরাফেরা করতে আসে। সেখানে বেশ কয়েকবার কিশোর গ্যাংয়ের সদস্যরা পর্যটকদেরকে বিভিন্নভাবে জিম্মি করে চাঁদা আদায়ের ঘটনা সংঘঠিত করেছিলো। তারই ধারাবাহিকতায় গত ৮ ফেব্রুয়ারি তারিখ একজন পর্যটক তার স্ত্রীকে নিয়ে ঘুরতে আসে। তুলাতলী পর্যটন কেন্দ্র এলাকায় অবস্থান নেয়া কিশোর গ্যাং এর প্রধান আরমানের নেতৃত্বে প্রায় ১৪/১৬ জন সদস্য ওই পর্যটক দম্পতির কাছ থেকে চাঁদা দাবি করে। তারা দাবীকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আরমান এর নেতৃত্বে ওই হৃদয়সহ কিশোর গ্যাংয়ের অপরাপর সদস্যরা ওই দম্পতিকে মারধরসহ শ্লীলতাহানী করে। ওই ঘটনাটি স্থানীয় উপস্থিত লোকজন মোবাইলে ভিডিও ধারন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করলে তা সারাদেশে ব্যাপকভাবে ভাইরাল হয়। পাশাপাশি ঘটনাটি বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়। পরবর্তীতে তারা বাদী হয়ে আরমান ও হৃদয়সহ ৪ (চার) জনের নাম উল্লেখপূর্বক আরো অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে ১৪৩/৩৪১/৩৮৫/৩২৩/৩৫৪/৩৭৯/৫০৬ পেনাল কোড ধারায় মামলা করে। মামলা নং-২১, তারিখ-০৯/০২/২০২৫ ইং। মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের জন্য র্যাব ক্যাম্প ভোলা এর নিকট অধিযাচনপত্র প্রদান করেন। পত্র প্রাপ্তির পর র্যাব ক্যাম্প ভোলার র্যাব সদস্যরা ঘটনার সহিত জড়িত এজাহারনামীয় আসামীদের অবস্থান সনাক্তের চেষ্টা অব্যাহত রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে আসামী আরমান ও হৃদয় ১৫ তারিখ শনিবার তারা ঢাকা থেকে লঞ্চ যোগে ভোলার উদ্দেশ্যে রওয়ানা করেছে। বিষয়টি নিশ্চিত হয়ে ভোলার র্যাব সদস্যরা ইলিশা লঞ্চঘাটে অবস্থান নেয়। রবিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে লঞ্চটি ঘাটে ভিড়ালে যাত্রীরা লঞ্চ থেকে নামার সময় আসামী আরমান (১৯) ও হৃদয় (১৮) কে সনাক্তপূর্বক গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এমনটাই জানিয়েছে ভোলা র্যাব কর্তৃপক্ষ। কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতারের অভিযানে নেতৃত্ব দেন ভোলা র্যাব-৮ এর ক্যাম্প কমান্ডার লে: মো: শাহরিয়ার রিফাত অভি (এক্স) বিএন।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025