ভোলার বাংলাবাজারে সবুজ বাংলা ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত
এইচ এম এরশাদ
জাগ্রত মানবতার কল্যাণে সুন্দর সমাজ বিনির্মানে আমরা নিয়োজিত এই প্রতিপাদ্য ধারণ করে গতকাল ১৪ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৫ টায় ভোলার বাংলাবাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন সড়কে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে ভোলার উদীয়মান সাধারণ ছাত্রমহলের পরিচালিত সবুজ বাংলা স্বাধীন সেবা ফাউন্ডেশন।প্রথমে বাংলাবাজার ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রাথমিক ফটোসেশন ও কর্মসূচি শুরু হয়ে মুক্তিযোদ্ধা সৈনিক কল্যাণ ভবনের দক্ষিণ পাশে গিয়ে সমাপ্ত করা হয়েছে। একযোগে হ্যাডনেট,হ্যান্ডগ্লাভস,পরিধান করে পলিথিন ও ময়লা আবর্জনাসহ ধুলোবালি পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিন ফেলা হয়েছে।বেশ কয়েকটি দোকানের মালিকের সামনে সুন্দর পরিবেশ বজায় রাখা ও পরিবেশ দুষণের ব্যাপারে সচেতনমূলক নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সাথে ময়লা ফেলার জন্য একটি করে ঝুড়ি উপহার দেওয়া হয়েছে।সবুজ বাংলা স্বাধীন সেবা ফাউন্ডেশনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।পরিচ্ছন্নতা কর্মসূচি শেষে সংগঠনটির অন্যতম কার্যকরী সদস্য আজিম উদ্দিন ছাইফী বলেন, আমরা সবাইকে একটি সুন্দর সমাজ বিনির্মানে দলমত নির্বিশেষে ঐক্যের প্রতিক হয়ে জাগ্রত মানবতার পক্ষে ও বৈষম্যহীন নীতিমালা প্রয়োগে একযোগে কাজ করব। ব্লাড ডোনেশন থেকে শুরু করে সার্বিক মানব কল্যাণমুখী কাজে আমরা বদ্ধপরিকর। সর্বশ্রেণীর মানুষের এগিয়ে আসা ও মেধা, শ্রমের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা সমাজ উন্নয়নে কাজ করতে চাই। টেকসই সবুজায়ন পদ্ধতি ব্যবহার করতে চাই। কার্যকরী সদস্য রুম্মান বিশ্বাস বলেন, আমরা সামাজিক সেবামূলক কার্যক্রমে অংশ নিতে সর্বোচ্চ চেষ্টা করব।সবাইকে মানবতার কল্যাণে সর্বদা এগিয়ে আসতে উদ্বুদ্ধ করতে চাই।
সবুজ বাংলা স্বাধীন সেবা ফাউন্ডেশনের মধ্যে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সবুজ বাংলা স্বাধীন সেবা ফাউন্ডেশনের কার্যকরী সদস্য আবির ইসলাম মিয়াজি,মাকসুদ আলম,মোহাম্মদ রুম্মান বিশ্বাস, জাহিদুল ইসলাম, রাশিদুল ইসলাম,দাপ্তরিক ব্যাবস্থা পক হাসনাইন খানসহ আরো অনেকে।সর্বশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি বিভিন্ন বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।