স্টাফ রিপোর্টার মোঃ হাবিব ॥ ভোলার লালমোহন উপজেলায় জাটকা সংরক্ষণের লক্ষ্যে চলমান অভয়াশ্রম অভিযানে অন্তত ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শনিবার মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত উপজেলার মেঘনা নদীতে মৎস্য দপ্তরের অভিযানে এসব জাল জব্দ করা হয়। এ জালের পরিমাণ প্রায় ১১ হাজার মিটার। এছাড়া জব্দ করা হয় বিভিন্ন প্রজাতির ১০ কেজি মাছ। পরে জনসম্মুখে পুড়িয়ে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয় এবং মাছ হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব ও লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের দিকনির্দেশনায় অভিযানে ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগ, তথ্য সংগ্রহকারী মো. নূরনবী এবং মো. আনোয়ারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, পহেলা মার্চ থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত। লালমোহন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে কঠোরভাবে অভিযান চলমান থাকবে। সে লক্ষ্যে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।