ঢাকাSaturday , 1 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলার ৫ হাজার মানুষ আজ রোজা রেখেছেন

admin
March 1, 2025 7:41 am
Link Copied!

মোঃ হাবিব স্টাফ রিপোর্টার ভোলা

সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের ন্যায় এবছরও রোজা রেখেছেন ভোলার প্রায় ৫ হাজার মানুষ।

শনিবার (১ মার্চ) ভোর রাতে সেহরি খেয়ে রোজা রাখেন ভোলার ৭ উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ।

এরা মূলত শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বরী দরবার শরীফ ও চট্রগ্রামের সাতকা‌নিয়ার মির্জাখীল দরবার শরীফ এর অনুসারী। এরা জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রামে রয়েছে। তবে সবচেয়ে বেশি অনুসারী রয়েছে জেলার বোরহানউদ্দিন উপজেলায়। এই উপজেলার টবগী ও মুলাইপত্তন গ্রামেই রয়েছে তাদের প্রায় ৩ হাজার অনুসারী।

বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামের বাসিন্দা সুরেশ্বরী দরবার শরীফের অনুসারী মো সুমন মিয়া সময়ের কন্ঠস্বরকে জানান, তাদের প্রায় ৩ হাজার অনুসারীরা শুক্রবার রাত ৯টায় প্রথম তারাবি নামাজ আদায় করেন। এবং শনিবার ভোর রাতে সেহরি খেয়ে আজ প্রথম দিনের মত রোজা রেখেছেন।

সুরেশ্বরী দরবার শরীফ ও সাতকা‌নিয়ার মির্জাখীল দরবার শরীফ অনুসারী এবং বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের আমিন মিয়া চৌকিদার বাড়ি দরজা জামে মসজিদের ঈমাম মাওলানা আনোয়ার হোসেন জানান, প্রতি বছরের মত এবছরও তারা সৌ‌দি আরবের সাথে মিল রেখে রোজা রেখেছেন। আজ শনিবার থেকে তাদের প্রায় ৫ হাজার অনুসারী রোজা রেখেছেন।

তিনি আরও জানান, ভোলা সদর উপজেলা, বোরহানউদ্দিন, দৌলতখান, তজুম‌দ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার ১৪টি গ্রামে সুরেশ্বরী দরবার শরীফ ও সাতকা‌নিয়ার মির্জাখীল দরবার শরীফ অনুসারী মানুষেরর সংখ্যা প্রায় ৫ হাজার। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বোরহানউদ্দিন উপজেলায়।