মোঃ হাবিব ভোলা জেলা প্রতিনিধি
পবিত্র মাহে রমাজানকে স্বাগত জানিয়ে র্যালী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা পৌর শাখা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় র্যালিটি পৌর আমির মাওলানা জামাল উদ্দিনের নেতৃত্বে ভোলা শহরের কালিনাথ বাজার হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভোলা নতুন বাজার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ মাধ্যমে র্যালি শেষ হয়। র্যালী পরবর্তী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, পৌর আমি মাওলানা জামাল উদ্দিন। বক্তারা দ্রব্যমূল্যর উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহের আহ্বান জানান।
র্যালিতে ভোলা পৌর জামায়াতের নেতা-কর্মী, শত শত ধর্মপ্রাণ মুসল্লী মাহে রমজানকে স্বাগত জানিয়ে বিভিন্ন পতাকা ও প্লাকার্ড সহকারে অংশগ্রহণ করে। র্যালি চলাকালীন সময়ে শহরের চতুর্পাশে রাস্তাঘাট লোকেলোকারণ্য হয়ে যায়। রালিতে অংশগ্রহণকারীদের তাকবীর ধ্বনি এবং আহলান সাহলান মাহে রমাজান স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমির মাস্টার মোহাম্মদ জাকির হোসাইন। আরো উপস্থিত ছিলেন জামায়াতের কর্ম পরিষদ সদস্য সহকারী অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি ইসমাইল হোসেন মনির, সদর আমির মাওলানা কামাল হোসেন, সেক্রেটারি সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, পৌর নায়েবে আমির মোহাম্মদ রুহুল আমিন, পৌর সেক্রেটারী মাওলানা আতাউর রহমান, সহকারী সেক্রেটারি মেহেদী হাসান সুমন ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।