ঢাকাFriday , 28 February 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলা জেলা বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের প্রতি রমজান মাসে দ্রব্যমূল্য না বাড়ানোর অনুরোধ জানান জেলা প্রশাসক

admin
February 28, 2025 6:41 pm
Link Copied!

মোঃ হাবিব ভোলা জেলা প্রতিনিধি

জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান ভোলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য না বাড়ানোর জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন। গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের সভাপতি কে অনুষ্ঠিত এই সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক, সিভিল সার্জন ডাক্তার মোঃ মনিরুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, দৈনিক আজকের ভোলার সম্পাদক মোহাম্মদ শওকত হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ী সংস্থার নেতৃবৃন্দ এবং সৃষ্ট সরকারি কর্মকর্তাগণসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সবাই জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান বলেন, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মাছ মুরগি সহ প্রতিটি দ্রব্যের মূল্য ভোলায় অন্যান্য জেলা থেকে বেশি। তিনি বলেন এটা হওয়ার কথা নয়। আর রমজানের আগমনের সঙ্গে সঙ্গে কিছু অসৎ ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। তিনি এই প্রবণতা পরিত্যাগ করার আহ্বান জানান। তিনি ব্যবসায়ীদের কে নৈতিক ও মানবিক দিক বিবেচনা করে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য বিশেষ অনুরোধ জানান। জেলা পুলিশ সুপার শরিফুল হক অসৎ ব্যবসায়ীদের সতর্ক করে বললেন অন্যায় ভাবে মূল্যবৃদ্ধি করলে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যান্য আলোচকগণ বলেন, ইউরোপ আমেরিকা এমনকি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতেও পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্যে অর্ধেক ছাড় দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান হওয়া সত্বেও রমজান মাসে তারা সারা বছরের অন্যায় উপার্জন করার অসুস্থ প্রতিযোগিতায় নেমে পড়ে। আলোচকগ ণ ইসলামের বিধান মেনে অন্যায়ভাবে মূল্যবৃদ্ধি না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সবাই রমজান মাসে বাজার মনিটরিং এর কাজ জোরালোভাবে করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়।