স্টাফ রিপোর্টার বনি আমিন
ভোলা সদর পূর্ব ইলিশা ইসলামিয়া মডেল ডিগ্রি কলেজ মাঠে ১৮ই মার্চ মঙ্গলবারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জামায়াতের এই ইফতার মাহফিলে অংশ গ্রহণ করার জন্য জামায়াতে নেতা কর্মী সহ সাধারণ মানুষও মাঠে উপস্থিত হন।
এসময়ে উপস্থিত ছিলেন ভোলা সদর জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম,৪নং ওয়ার্ডের আমির ডা:মোহাম্মদ কামাল সহ উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা মোহাম্মদ কামাল হোসাইন সহ জামায়াতের বিভিন্ন নেতা কর্মীগন।
অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের, জামায়াতে ইসলামের দিক নির্দেশনা বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাসের শিক্ষাকে ধারণ করে সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণমাধ্যমের চ্যালেঞ্জ এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয় করা হয় ।