এইচ এম এরশাদ
ভোলায় মোঃ শাহাবুদ্দীন সাবু (৩২) নামে ভোলা সদর মডেল থানায় একটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছিনতাই হয়ে যাওয়া পলাতাক আসামীকে পুনরায় আটক করতে সক্ষম হয় ভোলা থানার পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোলা সদর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোঃ হাসনাইন পারভেজ এর মাধ্যমে জানা যায় যে, “গত ০৪/০২/২০২৫ ইং তারিখে উক্ত ওয়ারেন্টভুক্ত আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা পৌরসভাস্থ উকিলপাড়ায় পেয়ে ভোলা সদর থানার পুলিশ হাতে নাতে আটক করেন।
আটককালে আসামী মোঃ শাহাবুদ্দীন সাবু (৩২) কে ছিনিয়ে নেওয়ার জন্য প্রায় ৩০/৪০ জন লোক ঘটনাস্থলে হাজির হয়। এক পর্যায়ে, উক্ত আসামী মোঃ শাহাবুদ্দীন সাবু (৩২) সহ প্রায় ৩০/৪০ জন লোক পুলিশের সরকারি বৈধ কাজে বাঁধা প্রদান সহ পুলিশের সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হয় এবং পুলিশ সদস্য কং/ মাঃ তরিকুল ইসলামকে আহত করে তারা আসামী মোঃ শাহাবুদ্দীন সাবু (৩২) কে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনাস্থলে কয়েকজন আসামী ধরা পড়লেও মূল আসামী মোঃ শাহাবুদ্দীন সাবু (৩২) কে গ্রেফতার করা সম্ভব হয় নাই। এ বিষয়কে কেন্দ্র করে ভোলা সদর মডেল থানার মামলা নং-২৩, তারিখঃ ০৫/০১/২০২৫ খ্রিঃ, ধারাঃ- ১৪৩/৩৪১/১৮৬/৩২৩/৩৫৩/৩৩২/১১৪/৫০৬ পেনাল কোড মূলে মামলা হয়।
মামলা রুজু হওয়ার পর আসামী মোঃ শাহাবুদ্দীন সাবু (৩২) দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। পলাতক থাকা অবস্থায় গত ইং ২৭/০২/২০২৫ তারিখে এসআই(নিঃ)/ পল্লব কান্তি সরকার সম্মানিত পুলিশ সুপার, ভোলা ও অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা মহোদয়ের দিক-নির্দেশনায় উক্ত এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ শাহাবুদ্দীন সাবু (৩২) কে ঢাকাস্থ মোহাম্মদপুর থানা এলাকা হইতে হাতে- নাতে আটক করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করেন”
।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025