ঢাকাTuesday , 18 February 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলা সদর থানার ভেলুনিয়া ইউনিয়নের ব্যাংকের হাট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

admin
February 18, 2025 6:24 pm
Link Copied!

এইচ এম এরশাদ ভোলা

আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ভোলা সদর থানার আয়োজনে ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক।

 

কমিউনিটি পুলিশিংয়ের লক্ষ্য ও উদ্দেশ্য মূলত অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সমাজের বহুবিধ সমস্যা সমাধানে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে একটি কার্যকর ও টেকসই গণমুখী পুলিশি ব্যবস্থা গড়ে তোলা।

 

বক্তব্যের শুরুতে পুলিশ সুপার মহোদয় বলেন, “মাদকের সাথে জড়িত গোটা চক্রটাই আমাদের দেশের শত্রু, আমাদের জাতির শত্রু, আমাদের তরুন সমাজের শত্রু। এদেরকে আমরা আইনগতভাবে প্রতিরোধ করবো, পাশাপাশি এদেরকে সামাজিকভাবেও প্রতিরোধ করবো।” এলাকায় মাদক নির্মূলের জন্য পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতার জন্য অনুরোধ করেন।

 

এছাড়াও এলাকায় যারা জুয়ার সাথে জড়িত তাদের বিরুদ্ধেও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ব্যপারে গুরুত্বারোপ করেন। অপরাধ প্রতিরোধে জনগণকে একতাবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান।

 

তিনি আরো বলেন, “আমরা নতুন বাংলাদেশ চাই, জবাবদিহিতামূলক একটা দেশ চাই, যেখানে স্বচ্ছতা থাকবে এবং যেখানে প্রকৃতপক্ষেই মানুষের ভালোর জন্য কাজ হবে। সেজন্য সবাই মিলেই আমাদেরকে কাজ করতে হবে।”

 

এসময় পুলিশ সুপার মহোদয় সভায় উপস্থিত জনগণের বিভিন্ন সমস্যা ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন।

 

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, আইসি, ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্র ও এলাকার সাধারণ জনগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।