ঢাকাThursday , 17 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় ওএমএস চাউল বিতরণে দুর্নীতি মনপুরা উপজেলা প্রতিনিধি,

admin
April 17, 2025 1:41 pm
Link Copied!

মোঃ সাব্বির হোসেন মনপুরা উপজেলা প্রতিনিধি

ভোলার মনপুরা উপজেলায় সরকারের ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির চাউল বিতরণে বড় ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় ডিলার দুলাল ও তার ছেলে শরীফ নির্ধারিত নিয়ম উপেক্ষা করে অতিরিক্ত চাউল বিতরণ এবং বড় অংকের চাউল গোপন রাখার দায়ে অভিযুক্ত হয়েছেন।

সরকারি নিয়ম অনুযায়ী একজন উপকারভোগীকে ৫ কেজি করে চাউল দেওয়ার কথা থাকলেও, অনেককে দেওয়া হয়েছে ২০ থেকে ৩০ কেজি করে। চাল বিতরণ শেষে গুদামে অবশিষ্ট পাওয়া গেছে ৮১৫ কেজি চাউল, যা কোন প্রকার তালিকাভুক্ত উপকারভোগীর নামে বরাদ্দ ছিল না।

এই অনিয়মের বিষয়টি নজরে আসে মনপুরা নৌ-বাহিনী কন্টিনজেন্টের। তাদের তৎপরতায় বিষয়টি প্রকাশ্যে আসে এবং জব্দ করা হয় গোপনে রাখা অতিরিক্ত চাল। পরে আটককৃত চাউল পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

এস আই জাফর বলেন, পুলিশ ও নৌ বাহিনীর যৌথ অভিযানে (ও এম এস) এর পনের বস্তা চাইতো একটু বেশি বা ৮১৫ কেজি চাউল জব্দ করা হয়েছে, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বিষয়ে বলেন, “চাউল বিতরণে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। ডিলার দুলাল ও তার ছেলে শরীফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা বলছেন, সরকারের সহায়তা প্রকল্পের চাল এভাবে আত্মসাৎ সাধারণ মানুষের সাথে নির্মম প্রতারণা। তারা দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।