ঢাকাMonday , 10 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

admin
March 10, 2025 10:30 am
Link Copied!

 

মোঃ সাব্বির হোসেন, মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে র‌্যালি, মহড়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এই আয়োজন করা হয়।

সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমীমুল ইহসান জসিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন ভূঁইয়া ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুর রহমান।

সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্যোগ প্রস্তুতি কর্মসূচীর উপজেলা ডেপুটি টিম লিডার আলহাজ্ব ডাঃ কামাল হোসেন, হাজীর হাট ইউনিয়ন টিম লিডার মোশারেফ হোসেন, ফিল্ড টিম লিডার হাফেজ আব্দুর রহিম ও সিপিপি ওয়ারলেস অপারেটর মোঃ শহীদুল ইসলাম সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের টিম লিডার ও কর্মীবৃন্দ প্রমুখ।