মোঃ সাব্বির হোসেন মনপুরা প্রতিনিধি
ভোলার মনপুরায় বজ্রপাতে এক কৃষকের চারটি গরু ও অপর চার কৃষকের চারটি গরুসহ ৮ টি গরুর মৃত্যু হয়। এতে আনুমানিক সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভূক্তভোগী কৃষকের।
রোববার সকাল সাড়ে ৮ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়ন, উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে কৃষকের গোয়ালঘরে বজ্রপাতে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষকরা হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন বাসিন্দা কৃষক মিরাজ। যার চারটি গরুর মৃত্যু হয়। অপরদিকে ১ টি করে গরুর মৃত্যু হয় উত্তর সাকুচিয়া ইউনিয়নের কৃষক মেহনাজ কাজি ও শামসুদ্দিন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সেলিম সর্দার ও ছাত্তার রাঢ়ী।
এদের মধ্যে চারটি গরু হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা হতদরিদ্র কৃষক মিরাজ। পরিবারের উপার্জনের একমাত্র সম্বল গরুগলো হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি, কিছুক্ষণ পরে পরে আহাজারি করে উঠেন।
ক্ষতিগ্রস্থ কৃষক মিরাজ জানান, সকালের দিকে কালবৈশাখী ঝড়ের সাথে সাথে বজ্রপাত হচ্ছিল। হঠাৎ একটি বিকট শব্দে গোয়ালঘরের কাছে বজ্রপাত হয়। এতে গোযালে থাকা চারটি গরু মারা যায়। এতে তার সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়।
তিনি বলেন, পরিবারের উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি।
এই বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক জানান, মনপুরায় বজ্রপাতে ৮ টি গরু মারা গেছে। এদের তালিকা করে উধ্বর্তন কতৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সরকারিভাবে সাহায্য আসলে সহযোগিতা করা হবে।
ক্যাপসন ঃ পিক-১.২.৩,৪
মনপুরায় বজ্রপাতে কৃষকের ৮ গরুর মৃত্যু।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025