মোঃ সাব্বির হোসেন মনপুরা প্রতিনিধি
ভোলার মনপুরার লোকালয় থেকে একটি মায়াবি হরিণ উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করে বনবিভাগ।
শনিবার শেষ বিকেলে উদ্ধারকৃত হরিণটি উপজেলার পচাকোড়ালিয়া বিটের অধীনে চর পাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। এর আগে হরিণটিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বদিউজ্জামান মাদ্রাসার পুকুড় পাড় থেকে উদ্ধার করে পচাকোড়ালিয়া বিটের কর্মরত বনবিভাগের কর্মীরা।
স্থানীয়রা জানান, প্রচন্ড বৃষ্টির মধ্যে গুটি কয়েক কুকুর হরিণটিকে তাড়া করে। পরে এদিক ওদিক হুরণটি ছুটাছুটি করে বদিউজ্জামান মাদ্রাসার পুকুর পাড়ে বিশ্রাম করে। পরে স্থানীয়রা বনবিভাগের খবর দিলে পচাকোড়ালিয়া বিটে বনবিভাগের কর্মরত বনকর্মীরা উদ্ধার করে নিয়ে যায়। পরে চরপাতালিয়া বনে অবমুক্ত করে।
এই ব্যাপারে উপজেলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, উদ্ধারকৃত হরিণটির বয়স অনেক। হরিণটিকে চরপাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025