মোঃ সাব্বির হোসেন মনপুরা প্রতিনিধি
ভোলার মনপুরায় উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন সাগরকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামে নিজ বাড়ি থেকে ছাত্রলীগ সভাপতিকে আটক করে পুলিশ।
পরে শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
পুলিশ জানায়, নিষিদ্ধি সংগঠন ছাত্রলীগের মনপুরা উপজেলার সভাপতি শামসুদ্দিন সাগরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গতবছর ২৩ মার্চ মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেফতার করা হয়েছে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন সাগরকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।