মোঃ সাব্বির হোসেন মনপুরা প্রতিনিধি
ভোলার মনপুরায় উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন সাগরকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামে নিজ বাড়ি থেকে ছাত্রলীগ সভাপতিকে আটক করে পুলিশ।
পরে শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
পুলিশ জানায়, নিষিদ্ধি সংগঠন ছাত্রলীগের মনপুরা উপজেলার সভাপতি শামসুদ্দিন সাগরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গতবছর ২৩ মার্চ মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেফতার করা হয়েছে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন সাগরকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025