মোঃ সাব্বির হোসেন মনপুরা প্রতিনিধি
মনপুরায় আজ এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
একজন অসুস্থ রোগীর চিকিৎসা সহায়তায় একদল তরুণ এগিয়ে এসেছেন স্বতঃস্ফূর্তভাবে। আর্থিক অনুদানের মাধ্যমে তারা প্রমাণ করেছেন—ভালোবাসা আর সহানুভূতির কোনো বিকল্প নেই।
এই মহতী উদ্যোগে যাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা ছিল উল্লেখযোগ্য, তারা হলেন:
১. মোঃ আব্দুল আজিজ (জিহাদ)
২. মোঃ মেহেদী রুবেল
৩. মোঃ সাব্বির হোসেন
৪. মোঃ সুজন
৫. মোঃ মেহেদী মিরাজ
৬. মোঃ তাফসির
৭. মোঃ আবির
৮. মোঃ আজমির
৯. মোঃ জাহিদ
১০. মোঃ সিফাত
এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছেন মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও হাসপাতালের প্রধান ডাক্তার মোঃ সোহেল কবির
উল্লেখ্য, আর্থিক সহায়তা প্রদান ও মানসিক সমর্থনের এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান অনিক (আরএমও), যিনি সবসময় সমাজের কল্যাণে নিবেদিত থেকে কাজ করে যাচ্ছেন।
এ ধরনের মানবিক প্রয়াস আমাদের সমাজে উদাহরণ সৃষ্টি করে। আমরা বিশ্বাস করি, সচেতন ও সংবেদনশীল নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা গড়ে তুলতে পারি একটি সহানুভূতিপূর্ণ ও মানবিক সমাজ।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025