চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত রাসেল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে ফরিদপুর জেলার মুন্সিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক রাসেলের বিরুদ্ধে স্ত্রী শিলা খাতুনকে (২০) কুপিয়ে হত্যার পর রেললাইনে ফেলে রাখার অভিযোগে মামলা হয়েছে। রাসেল ইসলাম আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামে বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে র্যাব এ তথ্য নিশ্চিত করে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব ১২’র মেহেরপুর সিপিসি-৩ কোম্পানী কমান্ডার আশরাফ উল্লাহ জানান, গত ২২ অক্টোবর চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জ রেলস্টেশনের কাছে রেললাইনের উপর থেকে শিলা খাতুনের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। শিলার ঘাড় ও গলায় ধারালো অস্ত্রের ক্ষতচিহ্ন দেখা যায়। এ ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে পোড়াদহ রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় শিলা খাতুনকে কুপিয়ে হত্যা করে রেললাইনে ফেলে রাখার অভিযোগ করা হয়। এ ঘটনার পর থেকে রাসেল ইসলাম পলাতক ছিলেন। বুধবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে মেহেরপুর ও ফরিদপুর র্যাব যৌথ অভিযান চালায় ফরিদপুরের মুন্সিবাড়ি এলাকায়। সেখান থেকে রাসেল ইসলামকে আটক করা হয় বলেও র্যাব কর্মকর্তা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম এরশাদ
ব্যবস্থাপনা সম্পাদকঃ মারজান বেগম
প্রধান কার্যালয় উত্তরা ৯ নম্বর সেক্টর হাউস নাম্বার ১২ ঢাকা ১০৩০
অস্থায়ী কার্যালয় উপশহর বাংলাবাজার পুলিশ ফাঁড়ি গেট দৌলতখান ভোলা
01712728201
All rights reserved © 2025