স্টাফ রিপোর্টার উজিরপুর
বরিশাল জেলার উজিরপুর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কর্তৃক আয়োজিত, উজিরপুর জাতীয় মহিলা সংস্থাতা ও সিআরএসএস ও ওয়ার্ল্ডভিশন উজিরপুর এর সহায়তায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
৮ মার্চ শনিবার সকাল ১১:৩০ মিনিটে উজিরপুর উপজেলা অডিটোরিয়ামে উজিরপুর মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাদিরা পারভিন।
উপজেলা আনসার কর্মকর্তা মোঃ রাহমাতুল বাড়ি এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মোঃ জাহাঙ্গীর হোসেন ও প্রমুখ।