এইচ এম এরশাদ
ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনু বলেছেন, গত বছরের ৫ আগস্ট পরবর্তী প্রেসক্লাবের জটিলতা নিরসনের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। আগামী জুনের মধ্যে প্রেসক্লাবের নির্বাচন আয়োজন এখন বড় একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ভোলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠানের কোন বিকল্প নেই। ঈদের পর সাংবাদিকদের নিয়ে বিশেষ সাধারণ সভার আয়োজন করে গঠনতন্ত্র সংশোধন ও ভোটার তালিকা প্রনয়ন করে নির্বাচনের আয়োজন করা হবে। নির্বাচিত কমিটি আগামী ২ বছরের জন্য প্রেসক্লাবের দায়িত্ব পালন করবে। নির্বাচনকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন নজরুল হক অনু। তিনি শনিবার (২২ মার্চ) বাংলাবাজার প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে একথা বলেন। তিনি বলেন, যারা প্রেসক্লাবের ভাবমূর্তি রক্ষা করতে চান তাদেরকে অবশ্যই নির্বাচনকে সামনে রেখে সাধারণ সাংবাদিকদের রায় নিয়ে নির্বাচিত হতে হবে।
বাংলাবাজার প্রেসক্লাবের সভাপতি কবি হাওলাদার মাকসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম, বাংলাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ গিয়াস উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি, আলেম, ইউপি সদস্যসহ প্রমূখ। ইফতার অনুষ্ঠানে দৌলতখান বাংলাবাজারের বিপুল সংখ্যক সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন।