এইচ এম এরশাদ ভোলা
গত ইং ০১/০৪/২০২৫ তারিখ সকাল অনুমান ১১.৩০ ঘটিকার সময় ভোলা সদর মডেল থানাধীন ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্টি সাকিনে ০১নং ওয়ার্ডস্থ আলম এর বসত বাড়ীর সামনের দরজায় পাকা রাস্তার উপর পারিবারিক জমি জমার বিরোধকে কেন্দ্র করে বিবাদীরা ভিকটিম মোঃ জামালউদ্দিন (৫৫), পিতা-মৃত মতলেব হাওলাদার, সাং-কুঞ্জপট্টি, ওয়ার্ড নং-০১, ভেলুমিয়া ইউপি, থানাঃ ভোলা সদর, জেলাঃ ভোলা’কে মারধর করে গুরুতর জখম করে। পরবর্তীতে ভিকটিম জামালউদ্দিনকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন এবং উক্ত ঘটনায় আরো ০২ জন গুরুতর জখম প্রাপ্ত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনার পরপরই ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি ও ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযানে ঘটনার সাথে জড়িত বিবাদী ১। মোঃ রিয়াদ হোসেন (১৯), উভয় পিতা-হাবিব জমাদার, ২। মোঃ শাকিল (২১), পিতা-আঃ ছত্তার খন্দকার, ০৩। মোঃ আবু সাঈদ খন্দকার (৩৫), পিতা-হানিফ খন্দকার, সর্ব সাং-কুঞ্জপট্টি, ওয়ার্ড নং-০২, ভেলুমিয়া ইউপি, ৪। মোঃ শহিদুল ইসলাম (৫৬), পিতা-মৃত মতলেব মিস্ত্রী, সাং-কুঞ্জপট্টি, ওয়ার্ড নং-০১, ভেলুমিয়া ইউপি, থানা ও জেলা-ভোলাদেরকে গ্রেফতার করা হয়। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।