দক্ষিণ দিঘলদীতে জাতীয় পার্টি বিজেপি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
এইচ এম এরশাদ
ভোলা সদর উপজেলার ১৩নংদক্ষিণ দিঘলদী ইউনিয়নে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ ই জুন বিকেল ৫ টা সময় দক্ষিণ দিঘলদী সরকারী প্রাথমিক বিদ্যালয় আয়োজিত হয়এ সভায় নবনির্বাচিত আহ্বায়ক মো. সেলিম হাওলাদার ও সিনিয়র যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির এর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা মিছিলসহকারে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও স্বাগত বক্তব্য প্রদান করেন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন বিজেপির অন্যতম সংগঠক জনাব কামরুল হাসান খোকন।
সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত যুব সংহতির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ীক মো. আল আমিন বলেন, “আমরা সেই নেতার রাজনীতি করি, যিনি দেশ ও জনগণের কথা বলেন। তিনি ভোলা জেলার রূপকার, মরহুম নাজিউর রহমান মঞ্জু। তাঁর হাতেই নির্মিত হয়েছিল ভোলার বীরশ্রেষ্ঠ বাস টার্মিনাল, রেজিস্ট্রি ভবন, জেলখানা, হ্যালিপোর্ট, ডাকবাংলো, স্টেডিয়াম, স্কুল-কলেজসহ হাজারো উন্নয়ন প্রকল্প। তারই গর্বিত সন্তান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ভোলা-১ আসনে তাঁর নেতৃত্বে আধুনিক ভোলা গঠনে এবং ভোলাকে শিল্প-কারখানার জেলায় রূপান্তরে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আমরা কাজ করব।”
সিনিয়র যুগ্ন আহবায় হুমায়ুন কবির বলেন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা ১আসনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ হাত শক্তিশালী করা লক্ষ্য সকালে মিলে কাজ করতে হবে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা সভাপতি জনাব আমিরুল ইসলাম রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক প্রফেসর মোঃ নুরনবী সিনিয়র সহ-সভাপতি বিজেপি ভোলা মোঃ আলমগীর হোসেন মানিক সহ-সাধারণ সম্পাদক বিজেপি ভোলা সদর জনাব বিকাশ চন্দ্র মজুমদার ও ভোলা বিজেপির উপসম্পাদক মোহাম্মদ ছাত্তার হোসেন সাধারণ সম্পাদক ভোলা সদর বিজেপি আবুল বশার বুলবুল সাংগঠনিক সম্পাদক ভোলা সদর বিজেপি মোহাম্মদ আইনুর রহমান জুয়েল মিয়া সহ-সম্পাদক ভোলা সদর বিজেপি আবুল বাশেদ বাচ্চু আহ্বায়ক ভোলা জেলা জাতীয় যুব সংহতির মোহাম্মদ নূরে আলম সিদ্দিকি টিটু সদস্য সচিব ভোলা জেলা যুব সংহতির জনাব মোঃ আনোয়ার হোসেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ভোলা সদর উপজেলার আহ্বায়ক মোঃ গোলাম হোসেন সিনিয়র যুগ্ন আহ্বায়ক ভোলা জেলা জাতীয় যুব সংহতির মোঃ কামাল সরদার
এছাড়া নতুন কমিটি ঘোষণা করেন
আহ্বায়ক হলেন মোঃ সেলিম হাওলাদার সিনিয়র যুগ্ম আহবায়ক হলেন হুমায়ুন কবির এবং ৩১সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বিজেপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব হুমায়ুন কবির।
এছাড়াও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।