ঢাকাSunday , 25 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইটের রাস্তার সলিং এর অভাবে ভোগান্তিতে,কয়েক হাজার মানুষ। 

admin
May 25, 2025 4:33 am
Link Copied!

 

বনি আমিন ,ভোলা

ভোলা সদর পূর্ব ইলিশা পাকার মাথা ৫নং ওয়ার্ডে ফরিয়াদি বাড়ির (০১ থেকে ০২ কিলো) রাস্তা দিয়ে প্রায় ১০ হাজার মানুষের যাতায়াত।

অথচ মাটির রাস্তা হওয়ার কারণে দুর্ভাগ্যে পরতে হচ্ছে ওই রাস্তা দিয়ে চলাচল কারি সহ মাদ্রাসার ছাত্র ছাএীরা।

সরজমিনে দেখা যায়, বর্ষা আসতে না আসতেই হালকা বৃষ্টি হওয়ার কারণে, রাস্তার মাটি কাঁদায় ভরে যাচ্ছে এবং রাস্তার গর্তগুলো পানিতে ভরে যায়।

পাকার মাথার বিশিষ্ট সেনেটারী ব্যবসায়ী হাসান বলেন, রাস্তাটি যদি অতিদ্রুত ইটের সলিং এর ব্যবস্থা না করা হয়,তাহলে দুর্ভোগের শেষ থাকবে না কয়েক হাজার মানুষ সহ ছাত্রছাত্রীর, তাই অতি দ্রুত রাস্তাটি মেরামত করা খুবই প্রয়োজন।

এলাকাবাসীর দাবি হচ্ছে, ১ থেকে ২ কিলোমিটারের ফরিয়াদি বাড়ির এই রাস্তাটি যদি ইটের সলিং এর ব্যবস্থা করে দেওয়া হয়।দুর্ভোগ থেকে রেহাই পাবে ওই গ্রামের দশ হাজার মানুষ,সহ চলাচল কারিরা।