এইচ এম এরশাদ ভোলা
আজ ২৩শে মে রোজ শুক্র বার উওরদিঘলদী গজারিয়া বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করাহয়, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আর্ন্দ্রালিব রহমান পার্থ এর হাতকে শক্তিশালী করার লক্ষে জাতীয় যুব সংহতি কমিটি গঠন উপলক্ষে উওরদিঘলদী ইউনিয়ন যুব সংহতি নের্তৃবৃন্ধ নিয়ে জেলা কমিটির সমন্বয়ে এ সভার আয়োজন করা হয়,উক্ত সভাকে সফল করতে ইউনিয়ন যুব সংহিত সাধারন সম্পাদক পদ প্রত্যাশি বিশিষ্ট ব্যাবসায়ী জনাব মোঃআনোয়ার হোসেনের নের্তৃত্বে দলে দলে নেতাকর্মীগন সমাবেশে যোগদান করেন,আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাজেলা সাংগঠনিক সম্পাদক প্রফেসর জনাব মোঃনুরনবী,অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবসংহতি আহবায়ক নূরে আলম সিদ্দিকী টিটু, যুব আহবায়ক জনাব কামাল উদ্দিন সরদার, যুগ্ন আহবায়ক মোঃ আলাউদ্দিন বাবুল ও,পৌর আহবায়ক মাহেদুর রহমান শুভ সহ জেলার অন্যান্য নের্তৃবৃন্ধ এবং স্হানীয় ইউনিয়নের জনাব মোঃ আব্দুর রব,মোঃ মিজান, মাকসুদুর রহমান, মোঃ মনজুর, রাশেদ, তুহিন সহ যুব সংহতি নেতাকর্মী গন।